# bn/BhT0XnBD94o6.xml.gz
# szl/BhT0XnBD94o6.xml.gz


(src)="1"> উপস্থিত সুধীবৃন্দ , টেডে আমরা নেতৃত্বদান নিয়ে অনেক কথা বলি এবং কিভাবে আন্দোলন করতে হয় তা নিয়ে বলি । আসুন এখন আমরা দেখি কিভাবে একটি আন্দোলন শুরু হয় , বিস্তার লাভ করে এবং শেষ হয় । এর সবই আমরা দেখবো তিন মিনিটের কম সময়ে এবং তা বিশ্লেষণ করে শিক্ষা নেব । প্রথমেই , আপনারা সবাই জানেন নেতা হওয়ার জন্য সাহস দরকার উঠে দাঁড়ানোর জন্য এবং উপহাসের মোকাবেলা করবার জন্য । কিন্তু সে যা করছে তা অনুসরণ করা খুবই সহজ । সুতরাং এই তার প্রথম অনুসারী যার কাঁধে আছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ; সে সবাইকে দেখাবে কিভাবে অনুসরণ করতে হয় । এখন দেখুন নেতা তাকে সমকক্ষ রূপে আলিঙ্গন করছে । তাই এখন আর বিষয়টি নেতার মধ্যে সীমাবদ্ধ নয় ; এটা এখন তাদের বিষয় , বহুবচন । এখন দেখুন সে তার বন্ধুদের আহ্বান জানাচ্ছে । আপনি যদি এখন খেয়াল করেন তো দেখবে যে প্রথম অনুসারী আসলে নেতৃত্বেরই এমন একটা রূপ যার সঠিক মূল্যায়ন করা হয় না । এভাবে সামনে এসে দাঁড়াবার জন্য সাহসের দরকার হয় । প্রথম অনুসরণকারী হচ্ছে সেই জন যে এক একলা পাগলকে নেতায় পরিণত করে । ( হাসি ) ( হাততালি ) এবং এইযে দ্বিতীয় অনুসারী । এখন সে একা পাগল না , দুটো পাগলও না -- তিনজন মানেই ভিড় , আর ভীড় মানেই সংবাদ । তাই আন্দোলন জনসম্মুখে হতে হবে । নেতাকে দেখানোই শুধু গুরুত্বপূর্ণ নয় , তার অনুসারীদের দেখানোও গুরুত্বপুর্ণ কারণ আপনি দেখবেন নতুন অনুসারীরা পুরনো অনুসারীদের অনুকরণ করে , নেতাকে নয় । এখন , আরও দু´জন লোক আসলো , এবং এর পরপরই আরও তিনজন । এখন গতি সঞ্চারিত হবে । এটাই হল নির্ধারণ মুহূর্ত । এখন আমরা একটা আন্দোলন পেলাম । সুতরাং , দেখুন যে , যত বেশি লোক যোগ হচ্ছে , ঝুঁকিও ততো কম হচ্ছে । তাই যারা এর আগে সীমানায় দাঁড়িয়ে ছিল , এখন তাদের আর কারণ নেই সেখানে থাকবার । তাদেরকে এখন আর আলাদা করা হবে না , উপহাসের স্বীকার হতে হবে না , কিন্ত তারা যদি চটপটে হয় তো এই জনপ্রিয় ভিড়ে সামিল হতে পারবে । ( হাসি ) তাই আগামী এক মিনিট ধরে , আপনি তাদেরকে দেখতে পারবেন যারা ভীড়ের মাঝে থাকতে চায় কারণ শেষমেশ তাদের নিয়ে ঠাট্টা করা হবে ভীড়ে যোগদান না করার জন্য । এবং ঠিক এভাবেই আপনি একটি আন্দোলন গড়ে তোলেন । কিন্তু আসুন আমরা যা শিখলাম তার সংক্ষেপে আরেকবার দেখে নিই । তো প্রথমে , আপনি যদি এই ধরনের হয়ে থাকেন , এইযে শার্টহীন নৃত্যরত লোকটার মত যে একা দাঁড়িয়ে আছে , আপনার প্রথম অনুসারী কজন কে সমকক্ষ হিসেবে সযত্নে লালন করার গুরুত্ব মনে রাখবেন যাতে এটা পরিষ্কার থাকে যে এইসব আন্দোলনের জন্য , আপনার নিজের জন্য নয় । ঠিক আছে , কিন্তু আমরা হয়তো আসল শিক্ষাটাই অনুধাবণ করতে পারিনি . সবচেয়ে বড় শিক্ষা , আপনি যদি খেয়াল করে থাকেন -- আপনি কি ধরতে পেরেছেন ? -- সেটা হল নেতৃত্বকে অতি মাত্রায় মহিমান্বিত করা হয় । হ্যাঁ , শার্টহীন লোকটি ছিল প্রথম , এবং সে সকল কৃতিত্বের অধিকারী হবে , কিন্তু আসলে প্রথম অনুসারীই ছিল যে একজন একা পাগলকে একজন নেতায় পরিণত করেছিল তাই , আমাদের সবাইকে যেহেতু বলা হয় নেতা হতে হবে , সেটা আসলেই খুবই অকার্যকরী । আপনি যদি সত্যই একটি আন্দোলন শুরু করতে চান , আপনার অনুসরণ করবার সাহস থাকতে হবে অন্যদের দেখাতে হবে কিভাবে অনুসরণ করতে হয় এবং আপনি যখন এক একলা পাগলকে খুঁজে পাবেন যে কিনা মহৎ কিছু করছে , আপনার সাহস থাকা উচিত তার প্রথম অনুসারী হিসেবে দাঁড়ানোর এবং যোগদান করার । এবং একাজের আদর্শ একটি স্থান হচ্ছে টেড । ধন্যবাদ ( হাততালি )
(trg)="1"> Na naradach TED rozprŏwio sie ło bele czym , na przikłŏd ło tym , jakŏ sie rŏbi firer a czelŏtka .
(trg)="2"> Przedstŏwiã wōm drapko , jako sie to rŏbi , a niskorzyj zbierã to do kupy .
(trg)="3"> Nŏjsōmpiyrw taki chop musi mieć opŏwŏgã , kejby mu gańba niy było , kej stŏnie przed ludkami .