# bn/4GBaUQduFsng.xml.gz
# kk/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> কয়েক বছর আগে আমার মনে হচ্ছিল আমি যেন একটি একঘেয়ে জীবনে আটকে গিয়েছি , তাই ঠিক করেছিলাম অনুসরণ করবো বিখ্যাত আমেরিকান দর্শনিক , মর্গান স্পারলককে , আর ত্রিশ দিনের জন্য নতুন কিছু চেষ্টা করবো । পরিকল্পনাটি আসলে খুবই সাধারণ । এমন কিছু চিন্তা করা যা তুমি সবসময় নিজের জীবনে চেয়েছিলে এবং পরবতী ত্রিশ দিন সেটাকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করা । দেখা গেল ত্রিশ দিনই যথেষ্ট একটি নতুন অভ্যাস গড়ে তুলতে অথবা একটি অভ্যাস বাদ দিতে -- যেমন খবর দেখা -- তোমার জীবন থেকে । এই ত্রিশ দিনের চ্যালেঞ্জ পালন করতে গিয়ে কিছু জিনিস আমি শিখেছি । প্রথমটি হল পার হয়ে যাওয়া মাস গুলো ভুলে যাওয়ার পরিবর্তে , সময় গুলো আরও বেশি মনে রাখার মত হয়ে ওঠে । চ্যালেঞ্জের অংশ হিসেবে আমি এক মাসের জন্য প্রতিদিন একটি করে ছবি তুলি । এবং এখন আমি মনে করতে পারি আমি ঠিক কোথায় ছিলাম আর ঐ দিন আমি কি করছিলাম । আমি আরও দেখলাম যে আমি যত বেশি ও কঠিন ৩০ দিনের চ্যালেঞ্জ করা শুরু করলাম , আমার আত্মবিশ্বাস বাড়তে থাকলো । আমি একজন টেবিলে বসে থাকা কম্পিউটার ভক্ত থেকে এমন একজন মানুষে পরিণত হলাম যে কিনা কাজে যায় সাইকেলে - মজার জন্য । এমনকি গত বছর , আমি কিলিমাঞ্জারো পাহাড়ে উঠেছিলাম , যা আফ্রিকার সর্বোচ্চ পাহাড় । আমি এরকম রোমাঞ্চকর কাজ করার কথা কখনও ভাবিনি আমার এই ত্রিশদিনের চ্যালেঞ্জ শুরু করবার আগে । আমি আরও বুঝতে পারলাম যে কেউ যদি কোনকিছু খুব বেশি করে চায় , সে তা করতে পারে ৩০ দিনের জন্য । আপনি কি কখনো কোন উপন্যাস লিখতে চেয়েছেন ? প্রতি নভেম্বরে , হাজার হাজার মানুষ চেষ্টা করে তাদের নিজেদের ৫০ হাজার শব্দের উপন্যাস লিখবার , একদম গোড়া থেকে , ৩০ দিনে । দেখা গেল , প্রতিদিনে আপনাকে ১, ৬৬৭টি শব্দ লিখতে হবে একমাস ধরে । আর সেটাই আমি করেছিলাম । আর বলে রাখি এর গোপন রহস্যটা হচ্ছে ঘুমাতে না যাওয়া যতক্ষণ না আপনি দিনের বরাদ্দকৃত অংশটি লিখছেন । আপনি হয়তো ঘুম- বঞ্চিত হবেন , কিন্তু আপনার উপন্যাসটি শেষ হবে । তার মানে কি আমার বইটা যুক্তরাষ্ট্রের পরবর্তী বিখ্যাত উপন্যাস ? না । আমি ওটা একমাসে লিখেছিলাম । ওটা অত্যন্ত খারাপ হয়েছিল । কিন্তু জীবনের বাকি দিনগুলোতে কখনো জন হজম্যানের সাথে টেড এর অনুষ্ঠানে দেখা হলে , আমাকে বলতে হতো না ,
(trg)="1"> Бірнеше жыл бұрын өмірім тоқтап қалғандай сезіндім .
(trg)="2"> Сөйтіп , белгілі америкалық философ Морган Сперлоктың 30 күн жаңа нәрсе жаса деген кеңесіне сүйендім .
(trg)="3"> Оның идеясы өте қарапайым .
(src)="2"> " আমি একজন কম্পিউটার বিজ্ঞানী । " না , না , আমি যদি চাই , আমি বলতে পারি , " আমি একজন ঔপন্যাসিক । " ( হাসি ) তাই শেষে এই একটা কথা বলতে চাই । আমি শিখেছি যে আমি যদি ছোট , স্থায়ী পরিবর্তন ঘটাই , যা আমি চালিয়ে যেতে পারি , সেগুলোর টিকে থাকার সম্ভাবনা বেশী । বড় , অত্যুৎসাহী চ্যালেঞ্জও খারাপ কিছু নয় । আসলে , তার মাঝে অনেক মজা আছে । কিন্তু সেগুলো টিকে থাকার সম্ভাবনা কম । আমি যখন ৩০ দিনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলাম , একত্রিশতম দিনটা এমন ছিল । ( হাসি ) সুতরাং আপনাদের প্রতি আমার প্রশ্ন : আপনারা কিসের জন্যা অপেক্ষা করছেন ? আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আগামী ৩০ দিন ঠিক কেটে যাবে সে আপনি পছন্দ করুন বা না করুন , তাই এমন কিছুর কথা চিন্তা করুন না যা আপনি সবসময় করতে চাইতেন এবং সেটার জন্য একটু চেষ্টা করুন পরবর্তী ৩০ দিন । ধন্যবাদ । ( হাততালি )
(trg)="33"> Өзімді " Компьютер жүйесінің маманымын " деп таныстырмаймын .
(trg)="34"> Жо- жоқ !
(trg)="35"> Егер қаласам , өзімді " Жазушымын " дей аламын .
# bn/65lI11dAvWx6.xml.gz
# kk/65lI11dAvWx6.xml.gz
(src)="1"> আমি সমাজ ও সংস্কৃতি সম্পর্কে কিছু কৌতূহলোদ্দীপক জিনিস লক্ষ্য করেছি । যেকোন বিপজ্জনক কিছুর জন্য বৈধতা অনুমতির দরকার হয় । যেমন গাড়ি চালাতে শেখা , একটি বন্দুক কেনা , বিবাহ করা । ( হাসি ) আসলেই তা সবকিছুর ক্ষেত্রে সত্যি কেবলমাত্র প্রযুক্তির ছাড়া । কিছু কারণে , এটার জন্য কোন আদর্শ সিলেবাস নেই , কোন প্রাথমিক প্রশিক্ষণ নেই । তারা খালি আপনাকে আপনার কম্পিউটার দিয়ে দেয় এবং তারপর আপনাকে বের করে দেয় । আপনি তা কিভাবে শিখবেন ? অসমোসিসের মত করে । কেউ কখনও বসে থাকে না এবং আপনাকে বলবে , " এইযে এভাবে এটা কাজ করে । " তাই আজ আমি আপনাদের ১০টা জিনিস বলতে যাচ্ছি যা আপনারা ভাবতেন যে সবাই জানে , কিন্তু দেখা যাচ্ছে এসব কেউই জানে না । ঠিক আছে , প্রথমত , ওয়েবে , আপনি যখন ওয়েবে এবং আপনি যখন নিচে নামতে চান , মাউস ধরবেন না এবং স্ক্রলবার ব্যবহার করবেন না । সেটা একটা ভয়াবহ সময় নষ্টের ব্যাপার । আপনি এটা করবেন যদি আপনাকে ঘন্টা প্রতি বেতন দেওয়া হয় । এর পরিবর্তে স্পেসবার চাপুন । স্পেসবার এক পেজ নিচে আপনাকে নিয়ে যাবে । সিফট বোতামটা চেপে ধরে থাকুন উপরের পেজে যেতে । সুতরাং এক পেজ নামতে স্পেসবার । এটা যেকোন কম্পিউটারের যেকোন ব্রাউজারে কাজ করবে । এছাড়াও ওয়েবে আপনি যখন কোন এইরকম ফর্ম পুরন করছেন যেমন আপনার ঠিকানা আমি ধরে নিচ্ছি আপনি ট্যাব বোতামটায় চাপ দিয়ে কিভাবে এক বক্স থেকে অন্য বক্সে যেতে হয় তা জানেন । কিন্তু যে পপ- আপ তালিকা এসে পড়ে যেখানে আপনি আপনার বিভাগ দেন তার ক্ষেত্রে ? পপ- আপ তালিকা খুলবেন না । সেটা আপনার ক্যালরির এক ভয়াবহ অপচয় । আপনার বিভাগের নামের প্রথম অক্ষরটি লিখুন , যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ লিখতে থাকুন । সুতরাং আপনি যদি কানেক্টিকাট চান , সি , সি , সি লিখুন । আপনি যদি টেক্সাস চান , লিখুন টি , টি এবং আপনি সাথে সাথেই পেয়ে যাবেন এমনকি পপ- আপ মেন্যুও ওপেন করতে হবে না আপনাকে । এছাড়া ওয়েবে , যখন লেখাগুলো খুবই ছোট , আপনি যা করতে পারেন তা হচ্ছে কন্ট্রোল বোতাম ধরে থেকে চাপ দিন প্লাস , প্লাস , প্লাস । যতবার প্লাস চাপ দিবেন তত বার লেখা বড় হতে থাকবে । এটা সব কম্পিউটারেই কাজ করে , সব ওয়েব ব্রাউজারে , অথবা মাইনাস , মাইনাস , মাইনাস যদি আবার ছোট পেতে চান । আপনি যদি অ্যাপল এর ম্যাক ব্যবহার করেন , কন্ট্রোলের বদলে কমাণ্ড ব্যবহার করবেন । আপনি যখন ব্ল্যাকবেরী , অ্যাণ্ড্রয়েড , আইফোন থেকে লিখছেন আপনার যতিচিহ্ণ লিখবার জন্য যতিচিহ্ন লে- আউটে যাবার দরকার নেই দাড়ি দেবার জন্য এবং এরপর একটি স্পেস এবং এরপর পরের শব্দটির প্রথম অক্ষর বড় হাতের লেখার জন্য । শুধুমাত্র স্পেসবারটা দুইবার চাপুন । ফোন আপনার হয়ে পিরিয়ড , স্পেস এবং বড় অক্ষর বসায় । শুধু স্পেস , স্পেস । এটা সত্যি চমৎকার । এছাড়া মোবাইল ফোনের ক্ষেত্রে , সকল ফোনেই আপনি যদি কাউকে আবার ফোন করতে চান যাকে আপনি আগে ফোন করেছিলেন , আপনার যা করতে হবে তা হচ্ছে কল বোতামে চাপ দিন , এবং তা আপনার শেষ ফোন নাম্বারকে বক্সে এনে দেয় , এবং এই সময় আপনি আবার কল বোতামে চাপ দিন , দেখবেন ফোন যাচ্ছে । তাই আপনার সাম্প্রতিক কললিষ্টে যেতে হবে না , তাই আপনি যদি কাউকে ফোন করতে চাচ্ছেন , আপনি শুধুমাত্র কল বোতামে চাপ দিন । এইযে , এটা এমন এক জিনিস যা আমাকে পাগল করে ফেলে । যখন আমি আপনাকে কল করি এবং আপনার ভয়েস মেইলে একটা মেসেজ রেখে যাই , আমি আপনাকে বলতে শুনি , " মেসেজ রেখে যান । " এবং এরপর আমাকে ১৫ সেকেণ্ড ধরে নির্দেশনা দেওয়া হয় , যেন মনে হয় ৪৫ বছর ধরে আমাদের এন্সারিং মেশিন ছিল না !
(trg)="1"> Қоғам мен мәдениет арасында бір қызықты байқадым .
(trg)="2"> Тәуекелі бар нәрсенің бәріне құжат керек .
(trg)="3"> Мысалы , көлік жүргізсең , қару ұстасаң , үйленсең деген тәрізді ... ( Күлкі )
(src)="2"> ( হাসি ) আমি তিক্ত নই । তাহলে দেখা যাচ্ছে যে একটি কিবোর্ড শর্টকার্ট আছে যা আপনাকে সরাসরি ´বিপ´এর কাছে নিয়ে যায় । এন্সারিং মেশিনঃ টোনের পরপরই- বিপ । ডেভিড পোগঃ দুর্ভাগ্যজনকভাবে , ক্যারিয়ারসমূহ একই সংক্ষেপ বা শর্টকার্ট গ্রহণ করেনি , তাই বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন । তাই এই কাজের জন্য আপনার উপর নির্ভর করছে আপনি যে মানুষটিকে ফোন দিচ্ছেন তার কোম্পানির উপর । আমি কিন্তু বলিনি এটা সম্পূর্ণ পারফেক্ট হবে । ঠিক আছে , আপনাদের অধিকাংশ মনে করে গুগুল হচ্ছে যেকোন ওয়েবপেজ দেখার জন্য , কিন্তু তা অভিধান হিসেবেও কাজ করে । যেমন ´define´ শব্দটি লিখুন এবং এরপর যে শব্দটি সম্পর্কে আপনি জানতে চান তা লিখুন । আপনার কিন্তু কোন কিছুতে ক্লিকও করতে হবে না । সংজ্ঞা যখনই আপনি টাইপ করছেন এসে পড়ে । এ ছাড়াও এটি একটি সম্পূর্ণ এফএএ ডাটাবেজ । এয়ারলাইনের নাম এবং ফ্লাইটের নাম টাইপ করুন । আপনি দেখতে পাবেন ফ্লাইটটি কোথায় , গেট নাম্বার , টার্মিনাল নাম্বার , কতক্ষণে তা অবতরণ করবে । আপনার এর জন্য কোন অ্যাপের দরকার নেই । এটা আবার একটি একক এবং মুদ্রা রূপান্তর । আবার , আপনাকে যেকোন ফলাফলে ক্লিক করতে হবে না । খালি বক্সটিতে টাইপ করুন এবং এইযে আপনার উত্তর । আমরা যখন বিষয়বস্তু নিয়ে কথা বলছি , আপনি যখন হাইলাইট করতে চান -- এটা শুধুই একটি উদাহরণ । ( হাসি ) আপনি যখন একটি শব্দকে হাইলাইট করতে চান । দয়া করে নিজের জীবনটাকে একে টেনে নষ্ট করবেন না একজন শিক্ষানবিসের মত মাউস টেনে । দুইবার ক্লিক করুন শব্দটিতে । ২০০ দেখুন । আমি ডাবল ক্লিক করি । একদম নিঁখুতভাবে শব্দটিকে সনাক্ত করে । আরও , যা হাইলাইট করেছেন তা মুছে ফেলবেন না । আপনি তার উপরেই টাইপ করতে পারবেন । এটা সকল প্রোগ্রামেই । আরও , আপনি ডাবল ক্লিক করতে পারেন , টেনে একটি শব্দ করে হাইলাইট করতে থাকুন । আরো অনেক নিঁখুত । আবার , মুছে ফেলার কষ্ট করবেন না । এর উপরে খালি লিখুন । ( হাসি ) শাটারের বিলম্বকাল হচ্ছে সেই সময় যা শাটার বোতামে চাপ দেওয়া এবং ক্যামেরা যে সময়ে ছবিটি নেয় তার মধ্যেকার দূরত্ব । ১০০০ ডলারের নিচের যেকোন ক্যামেরায় এটা অতি ব্যাহতকারী এক বিষয় । ( ক্যামেরার ক্লিক ) ( হাসি ) এর কারণ ক্যামেরার সময় লাগে ফোকাস এবং আলোকসম্পাতের সময়কাল পরিমাপ করতে , কিন্তু আপনি যদি একটু আগে ফোকাস করেন আলতো চাপ দিয়ে , এবং আঙ্গুল চেপে ধরেন পরে , কোন শার্টার সময়ের বিলম্ব ঘটে না ! আপনি এখন তা সব সময় পাবেন । আমি এই মাত্র আপনার ৫০ ডলারের ক্যামেরাকে ১০০০ ডলারের ক্যামেরায় পরিণত করেছি একটু কৌশল খাটিয়ে । এবং শেষ কৌশল হিসেবে , এটা অনেক সময় ঘটে যে আপনি হয়তো কোথাও বক্তৃতা দিচ্ছেন এবং কোন কারণে শ্রোতারা স্লাইডের দিকে তাকিয়ে আছে আপনার দিকে না তাকিয়ে !
(trg)="46"> ( Күлкі )
(trg)="47"> Бірақ амалын таптық .
(trg)="48"> ( Күлкі )